ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্টেডিয়ামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টেডিয়ামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে মামলা

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেবার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেসকোর রাজশাহীর সহকারী প্রকৌশলী অসিত পোদ্দার।

শনিবার বিকেলে তিনি বাদী হয়ে এই মামলা করেন।

মিটার ছাড়াই এই বিদ্যুৎ স্টেডিয়ামের এক অংশে ব্যবহার করা হচ্ছিল। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অভিযানে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ ধরা পড়ে। এরপর এ নিয়ে বিদ্যুৎ আদালতে মামলা হয়।

মামলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাসিউস সামস প্যাডিকে আসামি করা হয়েছে।

সহকারী প্রকৌশলী অসিত পোদ্দার জানান, স্টেডিয়ামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সঞ্চালন লাইন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে স্টেডিয়ামের এক অংশে দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছিল। রাজশাহীর বিদ্যুৎ আদালতের নেতৃত্বে তারা শনিবার বিকালে স্টেডিয়ামে অভিযান পরিচালনা করেন। এ সময় মিটারবিহীন ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এ নিয়ে মামলা করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে সমন জারি করেছেন। নির্ধারিত দিনে মামলার আসামি প্যাডিকে বিদ্যুৎ আদালতে উপস্থিত হতে হবে। তিনি হাজির না হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।

এ বিষয়ে কথা বলতে রোববার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাসিউস সামস প্যাডিকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তাই এ ব্যাপারে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়