ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ত্রয়োদশ কেমুসাস বইমেলার পর্দা উঠলো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রয়োদশ কেমুসাস বইমেলার পর্দা উঠলো

দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে সিলেটে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ত্রয়োদশ কেমুসাস বইমেলা। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত করা হয়েছে।

রোববার বিকেলে নগরের দরগাহ গেটস্থ কেমুসাস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বইমেলার উদ্বোধনী দিনে বিপুল দর্শনার্থীর সমাগম হয়। এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২২টি স্টল রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে মেয়র আরিফ বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ তাদের প্রাণের সংগঠন আর কেমুসাস বইমেলা ঐতিহ্যের স্মারক। কেমুসাস বইমেলাকে উৎসবমুখর করে তুলতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বইমেলা উপ-কমিটির সদস্য সচিব নাজমুল হক নাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, প্রফেসর নন্দলাল শর্মা, ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী (অব.), কবি এ কে শেরাম, কেমুসাসের সহ-সভাপতি আব্দুল হামিদ মানিক, গবেষক মনোজ বিকাশ দেব রায় ও কবি মুহিত চৌধুরী। সমাপনী বক্তব্য দেন বইমেলা উপ-কমিটির আহ্বায়ক সৈয়দ আলী আহমদ।

আয়োজকরা জানান, বইমেলা উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা, ভাষাসৈনিক সম্মাননাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।


সিলেট/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়