ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুল চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের টুটুল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুল চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের টুটুল

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়েছে। জেলার গোমস্তাপুর উপজেলার বরেন্দ্রভূমিখ্যাত রহনপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের সাদিকুল ইসলাম টুটুল নিজের আট বিঘা জমিতে ফুল চাষ করেছেন।

২০১৯ সালের প্রথম দিকে যশোরের গদখালী থেকে ফুলের চারা নিয়ে জমিতে রোপণ করেন টুটুল। বর্তমানে তার ক্ষেতে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গাল্ডিওলাক্সসহ বিভিন্ন ফুল রয়েছে।

টুটুল জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ফুলের চাহিদা বাড়ায় বিক্রি বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ফুল ব্যবসায়ীরা তার ক্ষেত থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে। এ বছর কয়েক লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ফুল চাষ করে নিজে সাবলম্বী হওয়ার পাশাপাশি গ্রামের কয়েকজন বেকারের কর্মসংস্থান করেছেন টুটুল।

গোমস্তাপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম বলেন, এ উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফুল চাষ করায় তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, এলাকায় ফুল চাষ বৃদ্ধি করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ফুল চাষ বৃদ্ধি হলে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বেকার সমস্যা দূর হবে।


মিমপা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়