ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বগুড়ায় চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাবেক সেনা সদস্য শাহিনুল ইসলাম মুরাদকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে তাকে বগুড়া শহরের ঠনঠনিয়া গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, মুরাদ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকে মেজর বা ডিজিএফআইর কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করছিলেন। সরকারি কর্মকর্তাদের বদলিসহ বিভিন্ন তদবিরের কথা বলেও প্রতারণা করতেন তিনি। সম্প্রতি তিনি বগুড়ার গাবতলী থানার সুখানপুকুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে নুরে আলম মিল্লাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপ-পরিদর্শক পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় মিল্লাত গোয়েন্দা পুলিশে অভিযোগ জানালে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিনুল ইসলাম মুরাদ বগুড়ার সারিয়াকান্দি থানার ধাপ গ্রামের ছাইদুর রহমানের ছেলে।


বগুড়া/আখতারুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়