ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীমঙ্গলে কুয়াশার দাপট!

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীমঙ্গলে কুয়াশার দাপট!

ক’দিন আগে বিদায় নিলো শীত। প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত। চায়ের রাজধানী শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলা এখনো ঢেকে যাচ্ছে শীতের কুয়াশায়।

ধীরে ধীরে শীতের তীব্রতা কমে গেলেও এখানে কুয়াশার দাপট কমেনি এখনো। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় পুরো মৌলভীবাজার। জেলার প্রত্যেকটি উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকে প্রতি উপজেলায়ই আচ্ছন্ন ছিল ভারি কুয়াশা।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, ‘আজ সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল রোববার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ক্রমান্বয়ে তাপমাত্রা এখন বাড়তে থাকবে।’


সাইফুল্লাহ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়