ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে পাঁচজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার ইসলামী বিশ্ববিদ‌্যালয় এলাকার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বেড় বারাদী গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হাসান রকিব (২০), একই এলাকার রবিউল ইসলামের ছেলে রবিউস সানি হামজা (১৮), বিষ্ণুদিয়া গ্রামের বদিউজ্জামান লাল্টুর ছেলে সাকিব খান (২৫), হরিণাকুণ্ডু থানার দবিলা গ্রামের মুক্তার মুন্সীর ছেলে শাহিনুর রহমান ওরফে ভিলেন রাজু (২১) ও মাইক্রোবাস চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার একতারপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে আসাদুল হক (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ‌্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। কিছুদূর যাওয়ার পর তাকে জোর করে মাইক্রোবাসে তুলে দ্রুত পালানোর চেষ্টা করে ওই পাঁচজন।

স্থানীয়রা ঘটনা টের পেয়ে ধাওয়া করে গাড়িসহ তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়।

হরিণারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আলম ঘটনাস্থলে পৌঁছে ওই পাঁচজনকে আটকের পর ইবি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার জানান, পাঁচজনকে থানায় আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হবে।


কাঞ্চন কুমার/সনি/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়