ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী রশিটান খেলা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী রশিটান খেলা

নরসিংদীতে শিবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) খেলা।

সোমবার বিকালে শিবপুর উপজেলার চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় তরুনোদয় সংঘ। দীর্ঘদিন পর হারিয়ে যেতে বসা এই খেলা উপভোগ করতে জড়ো হয়েছিলেন আশেপাশের দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে গত ১৮ জানুয়ারি শুরু হয় এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা। দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৮টি দল। শেষ পর্যন্ত সোমবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় সংগঠন আব্দুল মান্নান ভূইয়া পরিষদ সংগঠন বনাম বিলসরণ গ্রামবাসী।

দীর্ঘ ১ ঘন্টা ২০ মিনিটের রশি টানে এই খেলা ড্র হওয়ায় আগামী শনিবার আবারও এই খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন আয়োজকরা।

শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মোঃ বাদল মিয়ার সভাপতিত্ব খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 
খেলা উদ্বোধন করেন, শিল্প মন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, চক্রধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ।


নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়