ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জে মৃত এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত‌্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে স্বাস্থ্যকর্মী নাহিদ ইমরান লিয়ন পলাতক রয়েছেন।

মঙ্গলবার বেলা ৯টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত রাশিদা খানম নাজু (৬৫) উপজেলার সাবেক স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ছিলেন এবং মৃত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, বড় ছেলে নাহিদ ইমরান লিয়ন ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধূ তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখেন নিজ ঘরে বিছানার উপর রাশিদা খানমের গলা কাটা লাশ পরে আছে। এসময় পুত্রবধূর চিৎকারে প্রতিবেশিররা ছুটে আসেন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)স্নিগ্ধা আক্তার জানান, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।


রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়