ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে রাজশাহী

‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ২ হাজার ৯৩২ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাসিক মেয়র বলেন, ‘রাজশাহী নগরীর সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি। রাজশাহীকে উন্নত শহর হিসেবে গড়ে তুলতে এটিকে ঢেলে সাজাতে চাই। এজন্য যা যা করার দরকার, তা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।’

অনুমোদনকৃত প্রকল্পের আওতায় ১০৭ ধরনের উন্নয়নকাজ হবে। এসবের মধ্যে উল্লেখযোগ্য- নগরীর ভিতর দিয়ে যাওয়া তিনটি মহাসড়ক প্রশস্তকরণ, রেলক্রসিংয়ের ওপর দিয়ে ছয়টি ফ্লাইওভার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সামনে ১২টি ওভারব্রিজ নির্মাণ, ১ হাজার ৮০০টি গলির রাস্তা সংস্কার ও নির্মাণ এবং তিনটি বিনোদনকেন্দ্রের উন্নয়ন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, আমরা প্রায় নয় মাস ধরে নগরীর উন্নয়নের জন্য বৃহৎ এ প্রকল্প নিয়ে কাজ করেছি। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ নামের এ প্রকল্পটি পাস হয়েছে। এখন অর্থ বরাদ্দ পেলেই এ নগরীকে ঢেলে সাজাতে মাঠে নামব আমরা। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ মিলবে।


রাজশাহী/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়