ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীতে সোনালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে সোনালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ব্লাড গ্রুপ নির্ণয়ে প্রতারণাসহ নানা অনিয়মের কারণে ফেনী জেনারেল হাসপাতাল এলাকার সোনালী ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফেনী জেনারেল হাসপাতাল মোড় এলাকায় সোনালী ডায়াগনষ্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

এ সময় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে টেকনোলজিস্ট না হয়েও এক্সরে মেশিনের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এছাড়াও এক্সরে মেশিনে রেডিয়েশন মাপার যন্ত্র না থাকা, পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছে সেখানে। অপরদিকে, হাসপাতালের ভেতরে বর্জ্য অব্যবস্থাপনা এবং   কালেকশন রুমের পাশে নোংরা করে স্টোররুম রাখার অপরাধে ম্যানেজার জাফর আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন ফেনীর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার শরফুদ্দিন মাহমুদ। এ সময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সৌরভ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়