ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বুধবার দিনব্যাপী সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট‌্যান্ড ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে লাইটিং, বিভিন্ন ফুলের চারা রোপন ও এলইডি মনিটর স্থাপন করা হবে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম রনি। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, সার্ভেয়ার শিবলী সাদিক উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


বাদল সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়