ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

দিনাজপুরের হিলিতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রসার দল প্রতিযোগিতায় অংশ নেয়।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানসহ অনেকে।

প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে হাকিমপুর মহিলা কলেজ চ‌্যাম্পিয়ন হয়েছে। চ‌্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।


হিলি (দিনাজপুর)/মোসলেম উদ্দিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়