ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সংবাদ সংগ্রহকালে ৫ সাংবাদিককে মারধর

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংবাদ সংগ্রহকালে ৫ সাংবাদিককে মারধর

সিরাজগঞ্জের সদর উপজেলায় সড়ক মেরামতে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পাঁচ সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার পাইকশা বাজার থেকে খামার পাইকশা আঞ্চলিক সড়ক সংস্কারকাজের সংবাদ সংগ্রহকালে খামার পাইকোশা গ্রামে তাদের উপর চড়াও হয় ঠিকাদারের লোকজন।

আহত সাংবাদিকরা হলেন, এনটিভি ও রেডিও টুডের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্রদাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোকাদ্দেস আলী।

আহত সাংবাদিকদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক মোকাদ্দেস আলী জানান, রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ ছিল এলাকাবাসীর। এ অভিযোগের ভিত্তিতে বিকেলে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে অতর্কিত হামলা চালায় তাদের লোকজন। তারা লাঠিসোঁটা, বেলচা দিয়ে বেধড়ক মারধর করে পাঁচ সাংবাদিককে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়