ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘সিলেটকে দিয়ে দেশের পর্যটন শিল্প ব্রান্ডিং করা হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিলেটকে দিয়ে দেশের পর্যটন শিল্প ব্রান্ডিং করা হবে’

সিলেটকে দিয়ে দেশের পর্যটন শিল্পকে ব্রান্ডিং করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘‘সিলেট পর্যটন সমৃদ্ধ। এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে।’’

বুধবার সন্ধ্যায় সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু এবং পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্য নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের প্রতি দুর্বল। তার ইচ্ছানুযায়ী বিমান বহরে যুক্ত হওয়া ড্রিম লাইনার লন্ডন রুটে চলাচল করছে। ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে।’’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘বর্তমানে বিমানের দক্ষ কর্মকর্তাদের নিয়ে আমরা কিছু সমস্যাবলী চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের মাধ্যমে চলতি বছর আমরা বিমানের সমস্ত দেনা-পাওনা মিটিয়ে প্রায় ২০০ কোটি টাকা মুনাফা করতে সক্ষম হয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘অতি সম্প্রতি আমরা ২৯২ মিলিয়ন ডলার ব্যয়ে ২টি সুপরিসর বিমান ক্রয় করেছি এবং অচিরে বিমানের বহরে আরো নতুন কয়েকটি বিমান যুক্ত হবে বলে আশাবাদী।’’

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে, যার মাধ্যমে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা চারে উন্নীত হবে বলে জানান তিনি।

বিমানের সিট খালি থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখেছি, একটি অসাধু চক্র বিমানের যাত্রীসংখ্যা কমানোর জন্য সিটগুলো অনলাইনে বুকিং দিয়ে রাখে। আমরা সম্প্রতি কিছু অসাধু ব্যক্তিকে সনাক্ত করেছি এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে।’’

তিনি বলেন, বাংলাদেশ বিমান বর্তমানে রাইট ট্র্যাকে রয়েছে। বিমানের কর্মকর্তারা সেবার মান উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন। আগামী জুন মাস থেকে সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের রয়েছে।

সিলেটের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সিলেটে নতুন দুটি মার্সিডিজ বাস দেয়া হবে বলে জানান তিনি।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সাংবাদিকরা তাকে ভোলাগঞ্জে রেলওয়ের মালিকানাধীন রোপওয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, রোপওয়েটি পরিত্যক্ত। এ রোপওয়ে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এনে দেশে প্রথম ক্যাবল কার চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য তিনি রেলমন্ত্রীর সঙ্গে আলাপও করবেন।

প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান তিনি।

মতবিনিময়ে সম্মানিত অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: মোকাব্বির হোসেন।

সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন।


সিলেট/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়