ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার ঢল নামে। রাত ১২টা ১ মিনিটের সময় মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়। এরপর নতুন ক্রম অনুসারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিভাগীয় কমিশনা, ডিআইজি অব পুলিশ সিলেট রেঞ্জ, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি প্রিজন, জেলা পরিষদ, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। রাত ১০টার পর থেকে নগরের চৌহাট্টা পয়েন্ট থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নগরের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন আছে। এছাড়া নগরের বিভিন্ন মোড়ে চেকপোস্টও বসানো হয়েছে বলে জানান তিনি।"

একুশে ফেব্রুয়ারি সকালে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ সংলগ্ন সারদাহল চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ও নাট্য পরিষদের আয়োজনে একুশের প্রথম প্রভাতফেরি বের হবে জানান সংশ্লিষ্টরা।

কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নেবে নাট্য সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রণি-পেশার মানুষ। এছাড়া দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও থাকবে।


সিলেট/ আব্দুল্লাহ আল নোমান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়