ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ যাত্রী নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ ফেব্রয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), সাকিব (১৮), বাঘমারা গ্রামের সজিব আহমেদ (২০) এবং নিশ্চিন্তপুর গ্রামের মিজানুর রহমান।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে বিকেল ৪টার দিকে হালুয়াঘাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যায়। আহত সাতজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়