ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

১৪ জন চিকিৎসক বিনামূল্যে দিলেন স্বাস্থ্যসেবা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ জন চিকিৎসক বিনামূল্যে দিলেন স্বাস্থ্যসেবা

মুজিববর্ষ উপলক্ষে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্যসেবা দিয়েছেন।

পাবনা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে এ সেবা দেয়া হয়।

শনিবার সকাল এগারোটায় হাসপাতালের প্রবীণ সদস্য আবু বকর সিদ্দিক ও আব্দুল মজিদ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন।

স্বাস্থ্য ক্যাম্পে ঢাকা থেকে আসা ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনি, চক্ষু, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, সার্জারিসহ বিভিন্ন রোগের বিনামূল্যে রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পের আওতায় বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬২৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আটঘরিয়া উপজেলার হাপানিয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী সাবিনা খাতুন রাইজিংবিডিকে বলেন, এর আগে আমার বাবা এখানে এসেছিলেন চিকিৎসাসেবা নিতে। শুনেছি ঢাকা থেকে ভাল ডাক্তার আসে, ভাল চিকিৎসা দেয়। তাই আজ আমার চার বছরের শিশুর কানের সমস্যায় ডাক্তার দেখাতে এসেছি।

সদর উপজেলার মাহমুদপুর গ্রামের হাসান সরদার (৬০) বলেন, প্রতিবছর পাবনা কমিউনিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার এসে চিকিৎসা দেয়। এটা খুবই ভাল উদ্যোগ। আমরা গ্রামের সাধারণ মানুষ এর মাধ্যমে উপকার পাচ্ছি। এ কাজটা যেন ভবিষ্যতেও চালু থাকে এই প্রত্যাশা করি।

 

শাহীন রহমান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়