ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চোর সন্দেহে প্রতিবন্ধী কিশোরকে পাশবিক নির্যাতন

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোর সন্দেহে প্রতিবন্ধী কিশোরকে পাশবিক নির্যাতন

লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী এক কিশোরকে চোর সন্দেহে পাশবিক নির্যাতন করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সারে ১২টার পর এই ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি ছেলেটি পাগল।

স্থানীয়রা জানান, বড়াবাড়ী গ্রামে ইউনুস আলীর বাড়িতে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে নুর আলম ঢোকে। পরে ইউনুসের পরিবারের লোকজন ৩০০ টাকা চুরির দায়ে তাকে মারধর করে।

রাত ২টার দিকে প্রথমে গ্রামপুলিশ এবং পরে থানা পুলিশ সেই কিশোরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদিমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী মেডিক‌্যাল অফিসার সৌরভ কুমার জানান, ছেলেটি যথেষ্ট ভীতির মধ্যে আছে। মানুষ দেখলেই ভয় পাচ্ছে সে। তার শরীরের পিঠে, হাটুতে গুরুতর আঘাতের কালো চিহ্ন রয়েছে। বাম চোখে সাব-কনজাংটিভাল হেমোরেজ এসাল্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হতে পারে।


ফারুক/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়