ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রাথমিকে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিকে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা।

সোমবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে দুই শতাধিক চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।

বাগেরহাট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল চাই বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক রাজীব সিকদার, আলমগীর হোসেন, মো. হানিফ, শাহনাজ, সুমি, লিজা আক্তার, লিমা খানমসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন পরে ২০১৮ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২৪ লাখ প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা মাত্র ৫৫ হাজার দুইশ ৯৫ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরমধ্যে আমরা বাগেরহাটে এক হাজার তিনশ চারজন চাকরিপ্রত্যাশী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি।

কিন্তু এদের মধ্যে মাত্র চারশ ৩২ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আটশ ৭২ জন প্রার্থী এখনও বেকার জীবন-যাপন করছি। কিন্তু এর আগে বিভিন্ন সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দোষ করেছি?মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, পূর্বের মত এবারও আমাদের আটশ ৭২ জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করুন।’

 

টুটুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়