ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

না’গঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না’গঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দগ্ধদের আরেকজন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজন।

এ দুর্ঘটনায় আটজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে আজ সোমবার ভোরে আবুল বাসার ইমন মারা যায়।

গত ১৭ ফেব্রুয়ারি বিস্ফোরণের দিন দগ্ধ নূরজাহান বেগম ও পরের দিন তার ছেলে কিরণ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আবুল বাসার ইমন নিহত কিরণ মিয়ার বড় ছেলে।

নিহত কিরণ মিয়ার ভাইরা মোস্তফা খান জানান, ছয়জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর মধ্যে আজ ইমন মারা গেছে। তার ছোট ভাই আপনের অবস্থাও আশংকাজনক।

গত ১৭ ফেব্রুয়ারি বিস্ফোরণে আটজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

 

রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়