ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাগেরহাটে অচেতন করে বাড়ির মালামাল লুট

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে অচেতন করে বাড়ির মালামাল লুট

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে উপজেলার খড়মখালী গ্রামের বাবু মণ্ডলের বাড়িতে চেতনানাশক ওষুধ মেশানো খাবার খেয়ে পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতিবেশিরা জানান, সোমবার সকাল ৮টার দিকে ওই বাড়ির লোকজন ঘুম থেকে না জাগায় প্রতিবেশীরা গিয়ে দেখে ঘরের দরজা খোলা। ওই পরিবারের বাবু মণ্ডল (৪৫), সোনালী মণ্ডল (৩০), রিপন মণ্ডল (২৫), চন্দ্রা মণ্ডল (২০), বাপ্পি মণ্ডল (৯) ঘরের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে। এ সময় তারা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে চেতনানাশক মেশানো খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। তারা এখন শঙ্কামুক্ত।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত মো. মীর শরীফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়