ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চসিক নির্বাচন : আ’লীগের সঙ্গে বিএনপির কে লড়বেন?

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চসিক নির্বাচন : আ’লীগের সঙ্গে বিএনপির কে লড়বেন?

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি এবারের চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিমের সঙ্গে বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন।

সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়র প্রার্থী হিসেবে ডা. শাহাদাতের নাম ঘোষণা করেন।

নিজের মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিজেই নিশ্চিত করেছেন ডা. শাহাদাত।

চট্টগ্রাম মহানগর বিএনপি সূত্র জানায়, এবারের চসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছিলেন মোট ছয় বিএনপি নেতা। তারা হলেন- মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার মহিলা বিষয়ক সহ সম্পাদিকা ডা. লুসি খান, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আজম। এদের মধ্যে বিএনপির মনোনয়ন বোর্ড ডা. শাহাদাত হোসেনকেই মনোনয়ন প্রদান করে।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন এর আগেই চুড়ান্ত হয়। এবার চসিক নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। অনেকটা আশাতীতভাবেই মনোনয়ন পেয়েছেন প্রবীণ ত্যাগী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধূরী।

আগামী ২৯ মার্চ চসিক নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ডা. শাহাদাত হোসেনের সঙ্গে মেয়র পদের ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে। 

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়