ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝোপে মিলল জীবিত শিশু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝোপে মিলল জীবিত শিশু

নোয়াখালীর হাতিয়ার পৌর এলাকার একটি বাড়ির পুকুর পাড়ের ঝোপে জীবিত অবস্থায় এক মাস বয়সী এক শিশু পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে বিটুর বাড়ির পুকুর পাড়ের ঝোপে ওই শিশুকে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দুপুরে এক গৃহবধূ পুকুরে গোসল করতে এসে নবজাতকের কান্না শুনতে পান। পরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ির লোকজনের সহায়তায় প্রায় ২৫-৩০ দিন বয়সী এ নবজাতক শিশুকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, কে বা কারা লোকচক্ষুর অন্তরালে এ নবজাতক (ছেলে) শিশুকে পুকুর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজ-খবর নিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


নোয়াখালী/সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়