ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে চায় দুদক

৩ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালকে সাত দিনের রিমান্ডে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ফয়সালকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করা  হয়। আগামী ১ মার্চ এ বিষয়ে শুনানি হবে।

গত ১২ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে মামলা করে।

বৃহস্পতিবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার সিনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ)। নগরীর সাগরপাড়া এলাকায় তার বাড়ি। তার বাবার নাম একেএম নজরুল ইসলাম।

থানায় মামলা হওয়ার আগেই ব্যাংক কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। মামলার পর পুলিশ তাকে রিমান্ডে নেয়।

সেখানে জিজ্ঞাসাবাদে ফয়সাল জানিয়েছেন, তিনি অনলাইনে জুয়ার আসরে ঢেলেছেন ব্যাংকের ৩ কোটি ৪৫ লাখ টাকা।

 

রাজশাহী/তানজিমুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়