ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার তরুণরা চাকরি দিবেন: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার তরুণরা চাকরি দিবেন: প্রতিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণরা শুধু চাকরি করবে না এবার তারা চাকরি দিবে। আগামী বছরেই দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণ করে লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টির মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে সরকার।

লালমনিরহাট হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন বিলুপ্ত ছিটমহলবাসী এখন থেকে প্রযুক্তির মাধ্যমে ই মার্কেটিং এর সুবিধা পাবেন।

সরকারের আইসিটিখাতে এই অভাবনীয় সাফল্য মুজিববর্ষেরই উপহার বলে জানান তিনি।

এসময় তার সাথে ছিলেন, অতিরিক্ত সচিব বিপ্লব কুমার ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


লালমনিরহাট/ফারুক আলম/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়