ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিজ্ঞান শিক্ষায় জোর দিতে হবে’

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিজ্ঞান শিক্ষায় জোর দিতে হবে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখন প্রযুক্তির যুগ। সব কিছু প্রযুক্তি নির্ভর। তাই কেরানি তৈরির চিন্তা-ভাবনা বাদ দিয়ে বিজ্ঞান ও টেকনিক্যাল শিক্ষায় জোর দিতে হবে।

শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শেখ হাসিনা কাজের মানুষ। তিনি দিনরাত দেশের উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা তার সহযোগী হিসেবে কাজ করছি। যারা তার ভালো কাজে বাঁধা সৃষ্টি করতে চায় তারা অকৃতজ্ঞ। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সবার সহযোগিতা করা উচিত।’

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। দেশের পিছিয়ে পড়া অঞ্চলে মেডিক‌্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। দেশে এখন ১০০ বেশি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। অথচ এক সময় এসব চিন্তার বাইরে ছিল। সুনামগঞ্জের হাওর এলাকাতেও মেডিক‌্যাল কলেজের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় হবে। রেল লাইন আসবে। তাই দেশের মানুষকে উন্নয়নের পক্ষে থাকতে হবে।’

 

সুনামগঞ্জ/আল আমিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়