ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আনন্দ পরিণত হলো কান্নায়

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনন্দ পরিণত হলো কান্নায়

কুমিল্লার দাউকান্দিতে পিকনিক শেষে ফেরার পথে একটি বাস খাদে পড়ে তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা, বাসযাত্রী ঢাকার কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুন্সীগঞ্জ জেলার মো. রমজান আলী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের এক বাস ঢাকা যাচ্ছিল।  সকাল সাড়ে ৭টার দিকে বাসটি দাউদকান্দির জিংলাতলী এলাকার এক পথচারীকে ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। 

পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় গুরুতর পাঁচ আহতকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় এক পথচারী ও দুই বাসযাত্রী মারা যান।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করছে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।  

 

ইমরুল/বুলাকী/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়