ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সভায় হামলার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সভায় হামলার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর সভায় হামলার অভিযোগে নগরীর সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি দায়ের করেছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত বর্তমান প্রার্থী মো. নুরুল আমিন।

শনিবার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।

মামলার আসামিরা হলেন- ডবলমুরিং থানার সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহাম্মদ (৫৬), তার পুত্র ফারুক আহাম্মদ অপু (২৮), জাহিদুল আলম মুরাদ (৪০), রনি (২৮), জনি (২৮), টিংকু (২৪), তারেক (২৮), আরাফাত রহমান বিজয় (২৬), সামিউল আলম সাবিত (২৬), সাইফুল ইসলাম (৪০), রবিউল হক ইকু (৩০) ও নিজাম উদ্দিন মুন্না (৩২)। মামলার এজাহারে অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সরাইপাড়া ওয়ার্ডের ঝর্নাপাড়া এলাকায় সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের সভা চলার সময় একই ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাবের আহম্মদ ও তার সমথকরা হামলা চালায়।

এই হামলায় প্রার্থী নুরুল আলমের ১০ সমর্থক আহত হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এদিকে মামলা দায়েরের পর পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়