ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নাটোরে পেঁয়াজের দামে ধস

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে পেঁয়াজের দামে ধস

নাটোরের বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। একদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি, সেটি শনিবার ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছে।

কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে দাম পড়ে গেছে।

শনিবার সকালে জেলা শহরের নিচাবাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয় ৪৫-৫০ টাকায়। পাইকারি বিক্রি হয় ৩৫-৪০ টাকায়। যা শুক্রবার ৭০-৮০ টাকা।

এই আকস্মিক দরপতনে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও হতাশ পেঁয়াজ চাষিরা। বাশিলা গ্রামের কৃষক আবু হেনা মোস্তফা কামাল ও শফি মন্ডল জানান, আজকে এত দাম পড়ে যাবে জানলে তারা পেঁয়াজ উঠাতেন না। তাদের ধারণা ছিল, ১০ থেকে ১৫ টাকা কমতে পারে।

শহরের কানাইখালী এলাকার বাসিন্দা তাপস কুমার দাম কমায় স্বস্তি প্রকাশ করে বলেন, এতদিন পেঁয়াজ কম খেয়েছেন। অনেক সময় পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করতে হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব-আল-রাব্বি জানান, নতুন পেঁয়াজ উঠার কারণে দাম কমেছে। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও কৃষক কিছুটা হতাশ।


আরিফুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়