ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

বাগেরহাটে চিকিৎসক আবু দাউদ খানের বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলা হাড়িখালি এলাকায় তার বসত বাড়িতে ডাকাতি হয়।

এ সময় ডাকাতরা নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্নালংকারসহ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসক আবু দাউদ খান বলেন, ‘পেছনের গেটে তালা দিয়ে কাজের মহিলা তার নিজ বাড়িতে চলে যায়। রাতে খেয়ে আমরা ঘুমিয়ে ছিলাম। দোতলায় আমার কক্ষের দরজা খোলা ছিল। হঠাৎ করে শব্দ টের পাই। বিছানা থেকে ওঠার চেষ্টা করলেই ডাকাতরা বলে ভয়ের কিছু নেই আমরা ডাকাত, আপনার বাড়িতে যা আছে দিয়ে দিন। আলমারির চাবি দিন। আমি প্রাণভয়ে চাবি দিয়ে দেই। ডাকাতরা আমার আলমারিতে রাখা নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ওরা যাওয়ার পরে বুঝতে পারি পেছনের কেচি গেটের তালা ভেঙে ঘরে ঢুকেছে। ডাকাতরা ৫ থেকে ৬ জন ছিল।’

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। এ ছাড়াও বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।’

 

টুটুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়