ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রাবণী হত্যার বিচারের দাবিতে সহপাঠীরা রাস্তায়

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রাবণী হত্যার বিচারের দাবিতে সহপাঠীরা রাস্তায়

ঠাকুরগাঁওয়ে ১০ শ্রেণির ছাত্রী শ্রাবণী রাণী রায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে সহপাঠী শিক্ষার্থীরা।

‘হত্যাকারীর কঠোর শাস্তি চাই’ স্লোগানে সহপাঠিরা শনিবার (৭ মার্চ) ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মিছিল করে শহরের চৌড়াস্তা মোড়ে অবস্থান নেয়।

পরে সেখানে মানবন্ধন করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহকারি শিক্ষিকা প্রীতি গাঙ্গুলীসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।

বক্তারা শ্রাবণী রায়ের হত্যাকারীর দ্রুত কঠোর শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) রাতে স্বামীর ধারালো ছুরর কোপে নিহত হয় শ্রাবনী রাণী। পরে রাতে নিহতের বাবা বাদি হয়ে স্বামী সোহাগ বর্মণের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেদিনই সোহাগ বর্মণকে আটক করে পুলিশ।

 

হিমেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়