ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুন্সীগঞ্জে ৩ একর জমিতে পপি চাষ

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে ৩ একর জমিতে পপি চাষ

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়ালে তিন একর জমিতে পপি চাষ করা হয়েছে। পপি থেকে মাদকদ্রব্য আফিম উৎপাদন করা হয়। 

রোববার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযানে গিয়ে পপিক্ষেতের সন্ধান পায়। দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, খবর পেয়ে তারা সেখানে গিয়ে পপিক্ষেত দেখতে পান। ক্ষেতের মালিককে পাওয়া যায়নি। ক্ষেতের পপি নষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলো আর আফিম উৎপাদন উপযোগী নেই।

আলামত হিসেবে কিছু পপি গাছ জব্দ করেছেন বলে জানান তিনি। তিনি জানান, পুলিশ বাদী হয়ে জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করবে।

বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, স্থানীয় খুরশেদ ও মিজান এই পপি চাষ করেছেন। তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


মোহাম্মদ রতন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়