ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে জামাই-শ্বশুর শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে জামাই-শ্বশুর শ্রীঘরে

যশোরের মণিরামপুর উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর ও শ্বশুরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পারখাজুরা সরদার পাড়ার আতিয়ার রহমান (৪৫) ও সাতক্ষীরা সদরের রায়পুর গ্রামের শওকত আলীর ছেলে মহসীন আলী (২৮)।

এর আগে বিকেল ৩টার দিকে অনুষ্ঠানে হানা দিয়ে কনে পলি খাতুন (১৭), বর মহসীন আলী ও কনের বাবা আতিয়ার রহমানকে তুলে আনেন ভ্রাম্যমাণ আদালত। পরে কনেকে ছেড়ে দেয়া হয়।

কনে পলি খাতুন জানান, সে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। দুই বছর ধরে মহসীনের সঙ্গে মোবাইলে তার সম্পর্ক। চার মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আজ দুপুরে তাকে তুলে দেওয়ার জন্য বাড়িতে অনুষ্ঠান চলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান বলেন, বিয়ের কাজী আলফাজুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়