ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাছ কেটে সংসার চলে ফাতেমাদের

এম এম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাছ কেটে সংসার চলে ফাতেমাদের

নাটোর শহরের নীচাবাজার। সারিবদ্ধভাবে বসে আছেন কিছু নারী। তাদের সামনে মাছ কাটার বটি ও ছাই। লোকজন মাছ কিনে তাদের সামনে এসে দাঁড়াচ্ছেন। মাছভর্তি থলে তুলে দিচ্ছেন ওই নারীদের হাতে। মাছগুলো সযত্নে কেটে আবার ব্যাগে ভরে দিচ্ছেন তারা। বিনিময়ে পাচ্ছেন ২০ থেকে ৩০ টাকা।

রোববার সকালে নীচাবাজারের মাছের আড়তে গিয়ে এ দৃশ‌্য দেখা যায়। তবে এ দৃশ‌্য শুধু আজকের নয়, প্রতিদিনের। আর যেসব নারীর কথা বলছি, তারা মাছ কেটেই জীবিকা নির্বাহ করেন।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতাদের মাছ কেটে দেন ফাতেমা, আয়েশা, আমেনা, জুলেখা, মালতি, রেখা রাণী, রমিজান বেগমসহ কয়েকজন নারী। তারা সবাই দরিদ্র পরিবারের সদস‌্য। সংসারে সচ্ছলতা আনতেই প্রতিদিন বাজারে তিন থেকে চার ঘণ্টা মাছ কাটেন তারা। প্রতি কেজি মাছ কেটে পান ২০ থেকে ৩০ টাকা। প্রতিদিন মাছ কেটে ২০০ থেকে ২৫০ টাকা রোজগার করেন তারা।

কর্মব্যস্ত জীবনে অনেকেই বাড়িতে মাছ কাটার ঝামেলা পোহাতে চান না। তারা মাছ কিনে বাজারেই এসব নারীর কাছ থেকে কেটে নেন। এতে কিছুটা রোজগারের সুযোগ হয় ফাতেমা ও আমেনার মতো দরিদ্র নারীদের।

আমেনা বেগম এ প্রতিবেদককে বলেন, আমরা অন‌্যের মাছ কেটে দেই। অনেক বড় বড় মাছ কাটি, যা কিনে খাওয়ার ক্ষমতা আমাদের নেই।

জুলেখা বেগম বলেন, মানুষ মাছ কেটে নিলে আমরা কিছু টাকা আয় করতে পারি। একটু ভালোভাবে চলতে পারি।

 

নাটোর/আরিফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়