ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে : আইজিপি

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়তে হবে : আইজিপি

দেশে মাদক দমন করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী।

তিনি বলেন, দেশে যেকোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পরে পুলিশ মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে। মাদকের সরবরাহ যেন দেশে না আসতে পারে, সেই জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী জেলা শহরের খারদ্বারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করেন।

নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের  ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় এই ভবন নির্মাণ করা হয়েছে।


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়