ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পদ্মায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার শিলাইদহে শিক্ষা সফরে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে আবির হাসান (১৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ‌্যক্ষ লেফটেন‌্যান্ট কর্নেল আমিনুর রহমান।

সোমবার দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আবির।

আবির ঝিনাইদদের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র।

কলেজের শিক্ষক জিয়াউর রহমান বলেন, ‘সোমবার কলেজ থেকে ১৩১ শিক্ষার্থী ও নয় শিক্ষক শিক্ষা সফরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে গিয়েছিলেন। দুপুরে পদ্মার চরে কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে আবির নদীতে ডুবে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেন স্থানীয়রা। পরে ডুবুরি দলের সদস্যরা রাত ৯টার দিকে আবিরের লাশ উদ্ধার করে। আজ সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আবিরের নামাজে জানাজা হয়েছে।’


যশোর/রিটন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়