ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কামরুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কামরুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরের চল্লিশায় আলোচিত কামরুল শেখ (৩৫) হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামের কর্ণফুলীর ডাঙ্গারচরের চরলক্ষ্যা থেকে তাকে আটক করে র‌্যাব ৮- এর একটি দল।

আটক শাকিল আহমেদ পিরোজপুর সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের আলতাফ হোসেন আলতুর ছেলে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ০৮ ফেব্রুয়ারি পিরোজপুরের সদর উপজেলার চল্লিশা বাজারের নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে কামরুলকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মূল আসামি শাকিল আহমেদ ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে কামরুলের ফার্মেসিতে চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা না দেওয়ায় কামরুলের বুকে ও মাথায় ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে শাকিল। ঘটনার পর ৯ ফেব্রুয়ারি পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করা হয়।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের তদন্তকারী দল জানতে পারে হত্যাকাণ্ডের প্রধান আসামি শাকিল চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন। সেখানে কর্ণফুলীর ডাঙ্গারচরের চরলক্ষ্যায়ি একটি বাড়িতে গরুর ডেইরি ফার্মে কাজ শুরু করছেন।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ এর তদন্তকারী দল আসামির অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (১০ মার্চ) অভিযান চালিয়ে চরলক্ষ্যা থেকে তাকে আটক করে। এরপর তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে।

 

শুভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়