ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতক্ষীরায় গ্রেপ্তার জঙ্গি ২ দিনের রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় গ্রেপ্তার জঙ্গি ২ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস‌্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এর বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।

বুধবার (১১ মার্চ) রাতে সাতক্ষীরা শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পাশের একটি স্যানিটারি দোকানের সামনে থেকে নাজমুল ইসলাম নামের ওই ব‌্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। ওই রাতেই কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম (৩৬) সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নাছিরুল করিমের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, নাজমুল ইসলাম গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করার সময় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে সাধারণ মানুষকে ধর্মীয় উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করছিল। সে ‘তাগুতের শত্রু’ নামক ফেসবুক আইডি ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা নাজমুলকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছে যে, সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।


সাতক্ষীরা/শাহীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়