ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জামালপুরে প্রস্তুত আইসোলেশন হাসপাতাল

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে প্রস্তুত আইসোলেশন হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত হতে পারেন, এমন ব‌্যক্তিদের জন‌্য জামালপুরের ১০০ শয‌্যার হাসপাতাল প্রস্তত রাখা হয়েছে।

নির্মানাধীণ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ভবনে প্রস্তুত করা হয়েছে এই কোয়ারেন্টাইন বা আইসোলেশন হাসপাতাল।

এছাড়া জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেছেন, জামালপুরে এখন পর্যন্ত কোন ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। যেসব নাগরিক বিদেশ থেকে দেশে ফিরে আসছেন, তাদের মধ্যে মালয়েশিয়া, ইরান, ইতালি থেকে আসা ৩ ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের অবস্থা এখন ভাল। করোনা প্রতিরোধে কোয়ারেন্টাইন ও আইসোলেশন হাসপাতালসহ জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে সব ধরনের প্রস্ততি রাখা রয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. এনামুল হক বলেছেন, করোনা প্রতিরোধে আলাদাভাবে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেশন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এখানে ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। পাশপাশি জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জরুরি সেবা দেওয়ার জন্য আলাদা ওয়ার্ডসহ সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে।

 

জামালপুর/সেলিম আব্বাস/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়