ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাল্যবিয়ে পড়ানোর দায়ে মৌলভীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিয়ে পড়ানোর দায়ে মৌলভীর কারাদণ্ড

ঝালকাঠির কাঠালিয়ায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে মৌলভী মোহাম্মদ সোহাগ মুন্সীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বরের বাবা সান্টু খানকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।   পাশাপাশি দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সান্টু খান কাঠালিয়া বন্দরের আব্দুল হামিদ খানের ছেলে এবং সোহাগ মুন্সী পশ্চিম আউরা গ্রামের ব্যবসায়ী শাহারুম মুন্সির ছেলে।

জানা গেছে, সান্টু খানের ছেলে সিহাদ খান (১৮) একই উপজেলার উত্তর চেঁচরী গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মীম আক্তারের (১৫) সঙ্গে সম্পর্ক করেন।  এক পর্যায়ে প্রেমের টানে মীমকে বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে বাবা সেন্টু খানের সম্মতি ও সহযোগিতায় বিয়ের আয়োজন করা হয়।

গোপন সংবাদে ইউএনও ফয়সাল উদ্দীন অভিযান চালিয়ে বর সিহাদ খান, বাবা সেন্টু খান ও পাত্রী মীম আক্তার এবং বিয়ে পড়ানো মৌলভীকে আটক করেন। বর-কনের বসয় কম হওয়ায় তাদের দুই পরিবারের জিম্মায় দেওয়া হয়।


ঝালকাঠি/অলোক সাহা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়