ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

‘গরিবের ট্রেন’ নামে পরিচিত ‘ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম।

ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ময়মনসিংহ চলাচল করতো। যাত্রাপথে গাজীপুর জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলা সংযুক্ত ছিল। মিটারগেজ রেলপথে চলাচল করা এই ট্রেন যাত্রাপথে প্রায় সব স্টেশনে যাত্রাবিরতি করতো।

ট্রেনটি ঢাকা থেকে বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাতো রাত ৯টা ৪৫ মিনিটে। ময়মনসিংহ থেকে দুপুর ২টায় ছেড়ে ঢাকা পৌঁছাতো রাত ১১টায়। ট্রেনটি বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, নির্দেশ পাওয়ার পর ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

কী কারণে বন্ধ করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়