ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস: কোয়ারেন্টাইনে ৬৩৩ জন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস: কোয়ারেন্টাইনে ৬৩৩ জন

বিশ্বের বেশিরভাগ দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা যেমন দ্রুত বাড়ছে, তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। আমাদের দেশে মাত্র তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সতর্কতা হিসেবে বিদেশফেরত অথবা জ্বর, সর্দি-কাশিতে আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। শুক্রবার দেশে এমন ৬৩৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

দেশের বিভিন্নস্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি, সংবাদদাতারা যে সংবাদ পাঠিয়েছেন, তা নিম্নে তুলে ধরা হলো- 


কুষ্টিয়া শহরে দক্ষিণ কোরিয়া থেকে আসা প্রবাসী স্বামী ও স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ সকাল থেকে তারা নিজ বাড়িতে অন্যদের থেকে পৃথক রয়েছেন এবং এভাবে ১৪ দিন থাকবেন। গত সোমবার তারা দেশে আসেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাভাইরাস নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম জানান, তারা নিজেরাই নিয়ন্ত্রণ সেলকে বিষয়টি জানিয়েছেন। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের শরীর পরীক্ষা করার সিদ্ধান্ত এখনো হয়নি।

কোয়ারেন্টাইনে থাকা যুবক সুস্থ থাকলেও তার স্ত্রীর কাশি রয়েছে। ওই চিকিৎসক জানান, তারা যেন একটি কক্ষে থাকেন, সেটা নিশ্চিত করা হয়েছে। তাদের খাবারও যেন দূর থেকে দেওয়া হয়।

 


বাদশা সৈকত/জে খান স্বপন/দেলোয়ার/কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়