ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রহিম উদ্দিন ভরসার দাফন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রহিম উদ্দিন ভরসার দাফন

রংপুরের বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হযেছে।

আজ শুক্রবার বাদ আছর রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুটি জানাজা শেষে ডারারপাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। জানাজার পর মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা,  জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

রহিম উদ্দিন ভরসা ছোটবেলা থেকে ব্যবসার সঙ্গে জড়িত হন এবং ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার প্রতিষ্ঠিত ১৫টির অধিক প্রতিষ্ঠানে কাজ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করছেন। ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।


নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়