ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাইভেটকার চাপায় ১২ ভেড়া- ছাগল ও মালিকের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাইভেটকার চাপায় ১২ ভেড়া- ছাগল ও মালিকের মৃত্যু

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ভেড়া-ছাগলের দলের ওপর প্রাইভেট কার উঠে গেলে মারা গেছে ৯  ভেড়া ৩ ছাগল ও এর মালিক সোনা মিয়া।

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ে শুক্রবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ১২ ভেড়া-ছাগল মারা গেলেও  ভেড়া-ছাগলের মালিক গুরুতর আহত সোনা মিয়া রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।

চুয়াডাঙ্গা সদর  থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুদ্দিন জানান, আলমডাঙ্গা থেকে দ্রুতগতিতে একটি প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো গ - ১৯-২৪৫৩) চুয়াডাঙ্গা আসছিল। পথিমধ্যে হাজরাহাটি মোড়ে পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একদল ভেড়া-ছাগলকে চাপা দেয়।  এতে ১২ ভেড়া-ছাগল মারা যায়। এর মালিক হাজরাহাটি গ্রামের শুকুর আলীর ছেলে সোনা মিয়াও (৩০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ৫ টার দিকে তাকে রাজশাহী রেফার করলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর বনপাড়া নামক স্থানে পথেই সোনা মিয়া মারা যান।

ঘটনার পর প্রাইভেট কারসহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি বলেন, ‘তার পরিবারের সাথে কথা বলা হচ্ছে তারা যদি অভিযোগ করে তাহলে লাশের ময়নাতদন্তের পর মামলা হবে।’


মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়