ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নদী রক্ষার দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদী রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর অধিকার রক্ষা ও নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটি।

শনিবার বেলা সাড়ে ১১টায় পানি জাদুঘরের সহযোগিতায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ মাননু, আন্ধারমানিক নদী সুরক্ষা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য লাইলী বেগম, সবিতা রানী, লিপি মিত্র ও বাচ্চু ডাক্তার প্রমুখ।

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা আন্ধার মানিক নদী খনন, নদী তীরের অবৈধ দখল বন্ধ করা, বেড়িবাধের স্লুইজ মেরামত, কৃষি জমির অভ্যন্তরে সকল শাখা খাল খনন করে ফসল উৎপাদনে সহযোগিতা করা, সকল খাস পুকুরগুলো খনন করে মিষ্টি পানির সংরক্ষণ নিশ্চিত করা, নদী ও জলাশয় রক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 


ইমরান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়