ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন (৪০)। তার বিরুদ্ধে গাজীপুর ও টঙ্গি থানায় ১২টি মামলা আছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর ডাকবাংলোয় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

শাহাবুদ্দিন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইরমারী গ্রামের সফেল শেখের ছেলে।  

শাহাবুদ্দিন জানান, জীবনের তাগিদে ঢাকায় পাড়ি জমিয়েছিলাম। প্রথমে ইলেকট্রনিক্স বোর্ড তৈরি করে বাজারে বিক্রি করতাম। সে সময় মামাতো ভাই মাদকের গডফাদার বাচ্চুর সাথে সখ্য গড়ে উঠে। একপর্যায়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ি। বাচ্চু ক্রসফায়ারে নিহত হলে মাদক মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াই। স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণের জন‌্য চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করি।

চরপুটিমারীর ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান বলেন, তার ইউনিয়নের বাসিন্দা মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন পরিবারের কথা চিন্তা করে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণের জন‌্য আমার কাছে আবেদন করেন। আমি স্থানীয় সংসদ সদস্য ও ওসির পরামর্শে তাকে আত্মসমর্পণ করতে বলি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক নির্মূল করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। গাজীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন আত্মসমর্পণ করেছেন। তাকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন আত্মসমর্পণ করেছে। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

জামালপুর/সেলিম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়