ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মদের দোকানে অভিযান, আটক ৪৬

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মদের দোকানে অভিযান, আটক ৪৬

লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় পাবনার দেশি মদের দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অন্তত ৪৬ জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৪ মার্চ) বিকেলে র‌্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরে আটকদের বিভিন্ন মেয়াদের জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল জানান, চাকী বাড়িতে মদ বিক্রির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক ও সাধারণ যুবকদের কাছে মদ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিকেলে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মদের দোকান মালিক প্রলয় চাকীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নীতিবহির্ভূতভাবে মদসেবন করায় অন্তত ৫০ জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনার পর ভ্রাম্যমাণ আদালতে আটজনকে এক হাজার টাকা করে জরিমানা এবং ৩৮ জনকে তিনদিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যান্য আটকরা নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

তবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়নি দাবি করে অভিযানের বিষয়টিকে সাজানো বলে জানিয়েছেন অভিযুক্ত প্রলয় চাকী।


শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়