ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বর-কনেসহ পরিবারের সব সদস্য কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর-কনেসহ পরিবারের সব সদস্য কোয়ারেন্টাইনে

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে মাসুক মিয়া নামে এক যুবক ফ্রান্স থেকে ফিরে বিয়ে করে বিপাকে পড়েছেন। প্রশাসন বিয়ের খবর জানতে পেরে তার বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

পাশাপাশি স্ত্রীসহ উভয় পরিবারের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যথায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকার জানান, করাব গ্রামের আলাই মিয়ার ছেলে মাসুক মিয়া গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ২৬ তারিখ পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সোমবার সে বিয়ে করে একই উপজেলার জিরুন্ডা গ্রামে। বিয়ের অনুষ্ঠান হয় হবিগঞ্জ শহরে। মঙ্গলবার মাসুক মিয়ার বাড়িতে ছিল তাদের ওয়ালিমা অনুষ্ঠান।

লাখাই উপজেলা চেয়ারম্যান অ‌্যাডভোকেট মুশফিউল আলম আজাদ জানান, আমি বিষয়টি জেনেছি। মাসুক মিয়া লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে বিয়ে করলেও অনুষ্ঠান হয়েছিল হবিগঞ্জ শহরে। অনেকেই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


মামুন চৌধুরী/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়