ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসপাতালে ৮ দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে ৮ দালালকে কারাদণ্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব-১২ (সিপিসি-৩) এর সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের সোহেল খানকে (২৪) ৫ দিন, বিশ্বাস বেতকা গ্রামের খন্দকার আল আমিনকে (৩০) ৮ দিন এবং তেবাড়িয়া গ্রামের নুপুর হাসান (৩০) , দেলদুয়ার উপজেলা নাল্লাপাড়া গ্রামের মো. ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের আমিনুল ইসলাম (৪০), ধুলের চর গ্রামের মো. রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর হাবিব (৩১) ও আব্দুল বারেককে (৪২) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান বলেন, দালালচক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকে নিয়ে যেত। সেখানে রোগীরা প্রতারিত হতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান চালান। টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে দালার নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

 

টাঙ্গাইল/সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়