ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুয়াকাটা সৈকতে পর্যটক সমাগম নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুয়াকাটা সৈকতে পর্যটক সমাগম নিষিদ্ধ

করোনাভাইরাস প্রতিরোধে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম নিষিদ্ধ করেছে ট্যুরিস্ট পুলিশ।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় এ নিষেধাজ্ঞার কথা জানান পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম।

সৈকতে গিয়ে দেখা গেছে, সেখানে থাকা পর্যটকদের সরিয়ে নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতের পাশের দোকানগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

কুয়াকাটা সি ট্যুর অ‌্যান্ড ট্রাভেলসের পরিচালক জরি আলমগীর জানান, বিকেল ৫টার দিকে ট্যুরিস্ট পুলিশের নির্দেশে আমাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকিং করে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

বরিশাল/স্বপন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়